রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৪

জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. জহির আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. জহির আটক
পুলিশ কর্তৃক অ্যাডভোকেট জহিরকে আটকের দৃশ্য।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলামকে রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ২টায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া সঙ্গীয় ফোর্সসহ চেয়ারম্যানঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেনের একটি বক্তব্যের প্রতিবাদ জানান অ্যাড. জহিরুল ইসলাম। তখন ওই সমবায় কর্মকর্তার সাথে অ্যাড. জহিরের বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে অ্যাড. জহিরুল ইসলাম আটক হন বলে জানা গেছে।

অপরদিকে ভিন্ন একটি সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোহাম্মদ বিল্লাল হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে অ্যাড. জহিরুল ইসলামের বিরুদ্ধে। তিনি অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং সমবায় কর্মকর্তার দিকে তেড়ে আসেন । ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হলে শহরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ ১১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মামলায় অ্যাড. জহিরুল ইসলাম অন্যতম আসামী।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া জানান, অ্যাড. জহিরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। তদন্তের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

অ্যাড. জহিরকে আটকের প্রেক্ষিতে সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়