সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩০

শ্রীনগরে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদিনাতুল উলুম মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) মাদ্রাসা মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা আরিফ বিল্লাহ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যেখানে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র মুনতাসির ফিল্লাহ। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্ট, যেখানে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মজিবুর রহমান মেম্বার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহিন মোড়ল মেম্বার, মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা মনিরুল ইসলাম মনির।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন শিক্ষক রাশেদুল ইসলাম, এবং তাকে সহযোগিতা করেন শিক্ষক মো. শামীম হোসেন, আব্দুর রহমান ও লিয়াকত হোসেন।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, প্রতিবছর এই মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়