প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ০০:০০
পর পর ছয়দিন করোনাশূন্য থাকার পর ২৭ এপ্রিল চাঁদপুরে নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল ১১ জনের করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন চাঁদপুর সদর উপজেলায়, অপরজনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে। জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩শ’ ৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৩ জন।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২শ’ ৪৬ জন। সুস্থ এবং মৃত্যুর সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৩৫ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মোট আক্রান্তের মধ্যে উপজেলাভিত্তিক সংখ্যা হচ্ছে চাঁদপুর সদরে ৭৫৬০ জন, হাইমচরে ৯০৬ জন, মতলব উত্তরে ৯৬৪ জন, মতলব দক্ষিণে ১৩৯৫ জন, ফরিদগঞ্জে ২০১৬ জন, হাজীগঞ্জে ১৭৪২ জন, কচুয়ায় ৯৪০ জন ও শাহরাস্তিতে ১৮৫১ জন।