শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জের নতুন ইউএনও তাসলিমুন নেছা
ফরিদগঞ্জ ব্যুরো ॥

কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ গ্রামের তাসলিমুন নেছা (১৭৮২৫) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। গতকাল ২৫ এপ্রিল সোমবার তিনি যোগদান করেন। এর আগে গত ১২ এপ্রিল ১৬৫ নম্বর স্মারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাসলিমুন নেছাকে ফরিদগঞ্জ উপজেলায় ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) হিসেবে পদায়ন করা হয়। তাসলিমুন নেছা বিসিএস (প্রশাসন) ক্যাডার ৩৪তম ব্যাচের সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স পাস করা তাসলিমুন নেছা এর আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার, কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার এসিল্যান্ড, কুমিল্লা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী সচিবসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

তাসলিমুন নেছা কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপের মরহুম মনির আহমদ ও মরহুমা হালিমা খাতুনের কনিষ্ঠ কন্যা এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাবরক্ষক মোহাম্মদ আবদুল মান্নান এবং কবি, সাংবাদিক ও ছড়াকার কামাল হোসেনের ছোট বোন। তাসলিমুন নেছা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসাইনের সহধর্মিণী। তাসলিমুন নেছা ও অধ্যাপক তারিক হোসাইন দম্পতি দু পুত্র সন্তানের জননী ও জনক।

ফরিদগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে যোগদানের পর তাসলিমুননেছা মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তাঁর দায়িত্ব পালনে সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়