প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনা সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ। ক্রমশ হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। এর মধ্যেই আগামী ২১ জুলাই পালিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের বড় দু'টি উৎসবের একটি পবিত্র ঈদ-উল আযহা। করোনা সংক্রমণের প্রাদুর্ভাবে এ বছর ঈদগাহে ঈদের জামাত হবে কি-না তা নিয়ে সরাসরি কোনো ঘোষণা দেয়নি ধর্ম মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদের জামাত ঈদগাহে হবে কি-না তা নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন।
সে লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসকের আহ্বানে এক ভার্চুয়াল সভা আহ্বান করা হয়। সভায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও বর্ষার আকস্মিক বৃষ্টি বিবেচনায় এ বছরও ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে একাধিক জামাতের মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের অন্যান্য উপজেলাগুলোকেও মসজিদেই ঈদের জামাত করার পরামর্শ দেওয়া হয়। তবে কোনো উপজেলার ঈদগাহ কমিটি যদি ঈদগাহে ত্রিপল টানিয়ে বৃষ্টিপ্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঈদগাহে ঈদের জামাত করার সামর্থ্য ও প্রস্তুতি থাকে, তবে তারা তা করতে পারে। কিন্তু ঈদগাহে ঈদের জামাত করতে গিয়ে কমিটির অব্যবস্থাপনার কারণে কোনো অবস্থাতেই মুসল্লিদের দুর্ভোগে ও করোনার ঝুঁকিতে ফেলা যাবে না।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুর কণ্ঠকে জানান, চাঁদপুর সদরস্থ কেন্দ্রীয় ঈদগাহের পদাধিকার বলে আমি জেলা প্রশাসক সভাপতি ও পৌর মেয়র সাধারণ সম্পাদক। আসন্ন ঈদুল আযহার দিন বৃষ্টি থাকতে পারে এবং করোনার উচ্চ সংক্রমণে স্বাস্থ্যবিধি বিঘিœত হতে পারে এমন আশংকায় আমরা ঈদগাহে ঈদের জামাত না করার সিদ্ধান্ত নিয়েছি। ভার্চুয়াল মিটিংয়ের অন্যান্য অংশগ্রহণকারী আমাদের এ সিদ্ধান্তে সহমত পোষণ করেন।
মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক আরও বলেন, মসজিদে ঈদের জামাত হলেও ফ্লোরে কোনো কার্পেট বিছানো যাবে না। মুসল্লিরা বাড়ি থেকে জায়নামাজ নিয়ে আসবে। কোনো মুসল্লি মসজিদের সংরক্ষিত টুপি ব্যবহার করতে পারবেন না। নিজস্ব টুপি নিয়ে আসবেন এবং অবশ্যই মাস্ক পরা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।