বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০

বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান এমপি
ফরিদগঞ্জ ব্যুরো ॥

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন প্রেসিডিয়াম সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু পরিষদের সাথে সংশ্লিষ্ট বুদ্ধিজীবীগণের মধ্যে অনেকের মৃত্যু ও শারীরিক অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে সৃষ্ট শূন্যতা পূরণের জন্যে বিশিষ্ট বুদ্ধিজীবীদের সমন্বয়ে একটি প্রেসিডিয়াম সেল গঠন করা জরুরি। করোনা অতিমারির কারণে প্রস্তুতি থাকা সত্ত্বেও জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত সম্ভব না হওয়ায় কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে নতুন প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হওয়া প্রসঙ্গে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা-চেতনা ও দর্শন নিয়ে বঙ্গবন্ধু পরিষদ কাজ করেছে। দুঃসময়ে রাজপথে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সরব ছিলো সংগঠনটি। আমি সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকেই কাজ করে আসছি। সুতরাং আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে আমি যথাযথ চেষ্টা করবো। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু আদর্শ ও তার দর্শন প্রতিফলনে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, মুজিববর্ষ উদ্যাপন কমিটির সাথেও তিনি সম্পৃক্ত। এই জায়গা থেকে আমার বঙ্গবন্ধুর আদর্শ ও তার দর্শন নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। আশা করি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুজিব শতবর্ষ নিয়ে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবো। বিশেষ করে সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ ও তার দর্শন তুলে ধরা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়