বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ০০:০০

ইলিশটি তার স্বরূপে ফিরেছে!
রাসেল হাসান ॥

চাঁদপুর তিন নদীর মিলনস্থল যার নাম বড় স্টেশন মোলহেড ও বর্তমান নাম বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র। এর প্রবেশ পথেই স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন একটি ইলিশ ভাস্কর্য। ভাস্কর্যটি বহুদিন ধরে উন্মুক্ত থাকলেও এতদিন তা ইলিশের রূপ নেয়নি। বুধবার রং ও কারুশিল্পের কাজ শেষে ইলিশটি তার স্বরূপে ফিরেছে। যেন নদীর তলদেশ থেকে ভেসে ওঠা জীবন্ত এক রূপালী ইলিশ।

ইলিশ ভাস্কর্যের এ স্থানটি পর্যটকদের জন্য সেলফি জোন হিসেবে পরিচিতি পাবে বলে জানা যায়। ভাস্কর্যের চারপাশে বৃত্তাকার লোহার বেষ্টনী রয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে পর্যটন কেন্দ্র হিসেবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে মূলত এ ইলিশ ভাস্কর্য নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও তদারকিতে এটি নির্মাণ সম্ভব হয়েছে। এক্ষেত্রে বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের তাগিদ ছিলো উল্লেখযোগ্য।

২০১৭ সালে চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল 'ইলিশের বাড়ি চাঁদপুর' গঠনের কতগুলো কর্মসূচির মধ্যে ইলিশ ভাস্কর্য নামক একটি সেলফি জোন করার উদ্যোগ নেন। যেন বহিরাগত পর্যটকরা এখানে দাঁড়িয়ে সেলফি তুলেই বলতে পারে আমি ইলিশের বাড়ি গিয়েছি। কিন্তু অর্থ সঙ্কটসহ নানা কারণে এ ভাস্কর্য নির্মাণ কাজ তখন শেষ হতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়