প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০০:০০
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে জন্ম নেয়া এক কন্যাশিশুর নাম বঙ্গমাতার নামে রেণু রাখা হয়েছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিনে চাঁদপুর আড়াইশ’ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে জন্ম নেয়া প্রথম শিশুটিকে অভিনন্দন জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি এদিন সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে শিশুটিকে কোলে তুলে নেন এবং শিশুটির মায়ের হাতে ফুল ও শিশুটির জন্যে শুভেচ্ছা উপহার তুলে দেন। সেই সাথে মায়ের অনুমতি নিয়ে কন্যাশিশুর নাম রাখা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ডাক নাম ‘রেণু’ নামে। রেণুর মা এই নাম শুনে খুশিতে হেসে ওঠেন। জেলা প্রশাসক রেণুর জন্যে দোয়া করেন-রেণুর জীবন যেনো সুন্দর হয়, আনন্দময় হয়।
এ সময় আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনসহ কর্মরত নার্স ও আরো অনেকে উপস্থিত ছিলেন।