বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ০০:০০

হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল চালকের ॥ আহত ২
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে সড়কে প্রাণ গেলো সৌরভ হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চালকের। এ ঘটনায় নাঈম হোসেন (১৯) নামের অপর মোটরসাইকেল আরোহী ও মোবারক হোসেন (৪৫) নামের সিএনজিচালিত অটোরিকশা চালক আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের বলাই স্যারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি গ্রামের বরকন্দাজ বাড়ির মিন্টু মিয়ার ছেলে। আহত নাঈম হোসেন একই গ্রামের সরকার বাড়ির আব্দুল মান্নানের ছেলে ও সিএনজিচালিত অটোরিকশা চালক মোবারক হোসেন চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের খলিশাডুলি গ্রামের দর্জি বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোটরসাইকেল আরোহী নাঈম জানান, ইলেকট্রিক কাজের উদ্দেশ্যে কালো একটি পালসার মোটরসাইকেলযোগে কুমারডুগি থেকে হাজীগঞ্জের কৈয়ারপুলে তার নানার বাড়িতে আসছিলেন। এ সময় মোটরসাইকেল চালক ছিলেন তার বন্ধু সৌরভ। পথিমধ্যে সিএনজি চালিত অটোরিকশাটি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এ সময় চাঁদপুরমুখী একটি বাউচার (জ্বালানি তেল বহনকারী লরি ট্রাক) তাদের চাপা দেয়।

অপর দিকে সিএনজিচালিত অটোরিকশা চালক মোবারক হোসেন জানান, তিনি ৫ জন যাত্রী নিয়ে কচুয়ার উদ্দেশ্যে হাজীগঞ্জের দিকে আসছিলেন। এ সময় তেলের লরিটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি তার সিএনজিচালিত স্কুটারের উপর আছড়ে পড়ে।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক সৌরভ। পরে স্থানীয়রা আহত নাঈম ও মোবারক হোসেনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ মহসিন দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা বলেন, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করাসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার আসলে মামলা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়