সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

আপনাদের তদারকির মধ্য দিয়ে সকল অবকাঠামোগত কাজ হবে
গোলাম মোস্তফা ॥

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, একেবারে তৃণমূল জনগণের সকল উন্নয়ন কর্মকা-ে আপনাদের তদারকির মধ্য দিয়ে সকল অবকাঠামোগত কাজ হবে। এ সকল কাজে আপনারা অত্যন্ত সূক্ষ্ম তদারকি করবেন বলে আশা করি। তিনি বলেন, চাঁদপুরে এই প্রথম টাউন ফেডারেশনের কমিটি করা হয়েছে। সকালে চাঁদপুর পৌর পাঠাগারে জাতীয় নগর দারিদ্র্য হ্রাসকরণ কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে টাউন ফেডারেশন কমিটির শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহার সভাপতিত্বে ও চাঁদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ জাকির হোসেন ও গীতাপাঠ করেন লিটন চন্দ্র দাস। এরপর ইউএনডিপি চাঁদপুরের সিইও বন্দনা চাক্কীর কন্যা দেবুস্বতী ঐশীকারের একক সুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

নবনির্বাচিত টাউন ফেডারেশন কমিটির শপথ পাঠ করান পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল। পরে একে একে নবনির্বাচিত কমিটির সভাপতি নাজমা আলম, সহ-সভাপতি সেলিমা বেগম, সাধারণ সম্পাদক ফাতেমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুন নাহার বিউটি, কোষাধ্যক্ষ শিল্পী রাণী ঘোষ, দপ্তর সম্পাদক আসমা আফরিন, সদস্য কণিকা রাণী শীল, সুফিয়া বেগম ও তানজিলা সুরমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়