বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

আমরা এখনও সচেতন হতে পারিনি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ কাজে সহায়তা প্রদানের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর রেডক্রিসেন্ট কার্যালয়ে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটওয়ারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি সারাদেশে কাজ করে যাচ্ছে। মহামারী করোনাভাইরাসের মধ্যেও থেমে নেই বাংলাদেশ রেডক্রিসেন্ট। চাঁদপুর ইউনিটের পক্ষ থেকে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ কাজে সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে গিয়াসউদ্দিন আহমেদ রেডক্রিসেন্ট হাসপাতালে ৫টি, মতলবের কালীপুর মাতৃসদন ও শিশু কল্যাণে ৫টি হস্তান্তর করা হয়েছে। এছাড়া আমাদের কাছে আরও ৫টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

তিনি আরও বলেন, এই করোনার সময় আমরা এখনও সচেতন হতে পারিনি। সরকারের সমালোচনা করে লাভ নেই। আমরা কী করলাম, কার কাজে এগিয়ে আসলাম, সেইটুকু ভাবি। সমালোচনা করে নিজের দায়িত্ব শেষ হয়ে যায় না। তোমরা যারা রেডক্রিসেন্ট করছো, তোমাদেরকে সত্য কথা মানুষের মাঝে তুলে ধরতে হবে। সত্যিকার অর্থে মানুষের জন্যে কাজ করতে হবে। বাংলাদেশ সকল কিছুতে এগিয়ে রয়েছে, শুধু সত্যতার মধ্যে পিছিয়ে রয়েছে। আমাদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আমি সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মান করি। কারণ তারা নিজ স্বার্থে কাজ করেন। আমি মনে করি, মানুষের সেবা করার সুযোগ তৈরি হয়েছে, আর তা কাজে লাগাতে হবে। আমরা এমন কাজ করবো, যাতে মানুষ সবসময় মনে রাখে।

রেডক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিট কর্মকর্তা বজলুর রহমান চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ জহিরুল ইসলাম, যুব প্রধান রাকিবুল হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়