প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ডে করোনা পজিটিভ শাহানারা বেগম (৫৫) নামে এক নারী তার ভাড়া বাসায় মারা গেছেন। মুমূর্ষ অবস্থায় স্বামী শাহআলমকে (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়েছে। ১২ জুলাই সোমবার সকালে শহরের মিশন রোডের মাথায় খান বাড়ির সামনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীর সহযোগিতায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, মৃত নারীর লাশ উদ্ধার করে দাফন-কাফনের ব্যবস্থা করেন এবং গুরুতর অসুস্থ স্বামীকে হাসপাতালে পাঠান।
সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে চাঁদপুরে করোনার দাফন-কাফনে নিয়োজিত ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক টিমকে খবর দেয়া হয়। স্বেচ্ছাসেবক টিমের জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল জানান, মৃত নারীকে তার গ্রামের বাড়ি ঢালীরঘাট ভূঁইয়া বাড়িতে দাফন করা হয়েছে।
ইউএনও সানজিদা শাহনাজ জানান, যিনি মারা গেছেন তার করোনা পজিটিভ ছিলো। তার স্বামীও করোনায় আক্রান্ত। তাৎক্ষণিকভাবে আমরা এই খবর পেয়ে সেখানে যাই। তখন বাড়িতে তাদের তেমন কেউ ছিলো না। পরে দূর সম্পর্কের কয়েকজন আত্মীয়স্বজন আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি, তাদের ছেলে-মেয়েরা দেশের বাইরে থাকেন। আজকে সকালে নারীটি মারা যান। পরে জেলা আওয়ামী লীগের সেক্রেটারির সাথে কথা বলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। আমরা করোনা রোগীকে হাসপাতালে পাঠিয়েছি এবং মৃত নারীকে স্থানীয় স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে দাফনের ব্যবস্থা করেছি।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন জানান, স্বামী-স্ত্রী দুজনেরই আগের দিন স্যাম্পল নেয়া হয়। রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। আজকে সোমবার সকালে নারী মারা যান এবং স্বামী সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, ওই বাড়ির সবাইর করোনা পরীক্ষা করা দরকার। যাদের এই ধরনের লক্ষণ দেখা দিবে সংক্রমণ রোধে এবং নিরাপদ থাকার জন্যে তাদের উচিত হাসপাতালে এসে করোনা টেস্ট করা (সকাল থেকে দুপুর পর্যন্ত)।