বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০

এ যেনো মৃত্যুর মিছিল

করোনায় ৩ উপসর্গে ২ জনের মৃত্যু

করোনায় ৩ উপসর্গে ২ জনের মৃত্যু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

গতকাল একদিনে চাঁদপুর শহরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। এদের মধ্যে একজন বাসায় বাকি চারজন সদর হাসপাতালে মারা যান। সকাল ১০টা থেকে রাত ৯টা এই এগার ঘণ্টার মধ্যে এঁরা মারা যান। এ যেনো মৃত্যুর মিছিল। এঁরা চাঁদপুর শহরসহ বিভিন্ন উপজেলার। সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিনের কাছ থেকে এসব তথ্য জানা গেছে।

ডাঃ পলিন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শহরের মিশন রোড এলাকায় ভাড়া বাসায় শাহানারা বেগম (৫৫) নামে করোনায় আক্রান্ত একজন মারা যান। তার স্বামীও করোনায় আক্রান্ত।

আরএমও ডাঃ রুবেল জানান, গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ফাতেমা বেগম (৮৫) হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যান। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার আড়ংবাজার ঘোড়াধারী এলাকায়। বিকেল সাড়ে ৪টায় মারা যান ফজলুল রহমান (৬২) নামে এক করোনা রোগী। তার বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা কৃষ্ণপুর গ্রামে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে গতকাল বিকেলে ও রাতে দুই মারা যান। এরা হচ্ছেন মনোয়ারা বেগম (৬০), এনায়েতনগর, মতলব দক্ষিণ ও শাহানারা বেগম (৬৪), রামপুর, হাজীগঞ্জ।

এদিকে গতকাল চাঁদপুরে ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটি পিসিআর এবং রেপিড এন্টিজেন টেস্টসহ ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫৪ জন শনাক্তের ফলাফল পাওয়া যায়। আক্রান্তের হার ৪৪.২৫%। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৫১, হাজীগঞ্জে ২২, ফরিদগঞ্জে ১৭, মতলব দক্ষিণে ১৬, মতলব উত্তরে ৯, কচুয়ায় ৭, শাহরাস্তিতে ১ ও শরীয়তপুর থেকে আগত ২ জন।

নতুন আক্রান্ত ১৫৪ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হচ্ছে ৬৪৩০ জন। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৫১৬৩জন, চিকিৎসাধীন আছেন ১১৩২ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়