প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মোঃ গোলাম হোসেন বলেছেন, আমরা যারা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শকে বিশ^াস করি তারা নৌকার বাইরে গিয়ে অন্য প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই। স্বাধীনতার প্রতীক ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকা। যারা আওয়ামী লীগ করে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন তারা আওয়ামী লীগের কেউ নন। তাদেরকে যারা সমর্থন দিবেন তারাও আওয়ামী লীগের কর্মী-সমর্থক হতে পারে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, গোহট উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত শেখ হাসিনার প্রার্থী মোঃ কবির হোসেনের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
তিনি গত বুধবার ২৯ ডিসেম্বর বিকেলে ওই ইউনিয়নের নূরপুর গ্রামে নৌকার প্রার্থী মোঃ কবির হোসেনে পক্ষে গণসংযোগকালে পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন নৌকার প্রার্থী কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকবৃন্দ।