সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে বহিষ্কৃত দু’ আওয়ামী লীগ নেতা নির্বাচনেও পরাজিত
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় দুই নেতাকে গত ১৭ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে তারা নির্বাচনে অংশ নেন। এ দুই প্রার্থী বহিষ্কৃত নির্বাচনেও পরাজিত হয়েছেন দলের প্রার্থীর কাছে।

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সোহবার হোসেন মিয়াজী ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা কামাল মজুমদারের কাছে পরাজিত হন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।

অপর বহিষ্কৃত রফিকুল ইসলাম মিলিটারী ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। নির্বাচনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নূরুর রহমান বেলালের কাছে পরাজিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগীরে মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি প্রেরিত পত্রের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক তাদেরকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এরপর থেকে তারা দলীয় পদে পরিচয় প্রদান করতে পারবে না বলে পত্রে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়