প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুরে আমরা কারো পেশীশক্তি দেখতে চাই না। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদপুরের নির্বাচনকে সারাদেশে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চাই। ফলে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। আপনারা নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা মেনে চলবেন। আইন অমান্যকারীদের শাস্তি দেবো ও ভালো কাজের প্রশংসা করবো।
তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার ও ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়ার মানুষ যেন উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন করতে পারে সে লক্ষ্যে কাজ করছে পুলিশ। নির্বাচনী এলাকায় শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ হলে কেউ বিন্দুমাত্র ছাড় পাবে না। কোনো প্রার্থী নির্বাচনী এলাকায় বহিরাগত লোক সমাগম ঘটালে, তার দায় সংশ্লিষ্ট প্রার্থীকে নিতে হবে। নির্বাচন হবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ। জনগণের রায় বাস্তবায়নে পুলিশ বিভাগ সর্বদা সজাগ ও কঠোর অবস্থানে থাকবে।
আরো বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।
এছাড়া তিন উপজেলার ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদপ্রার্থী বেশ ক’জন প্রার্থী বক্তব্য দেন। সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ, তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী ও সাধারণ আসনের মেম্বার প্রার্থীগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন ।
সভার শুরুতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম নির্বাচনী আচরণবিধি উপস্থাপন করেন।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৬শ’ ১ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১৪৯ জন, সংরক্ষিত মহিলা প্রার্থী ২৮০ জন ও সাধারণ আসনে ১ হাজার ১শ’ ২২ জন প্রার্থী রয়েছেন।
এদিকে চাঁদপুরে ৩ উপজেলার ইউপি নির্বাচনের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ শুরু হয়েছে। কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিং, প্রতি বুথের জন্যে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার নিয়োগ করেছে জেলা নির্বাচন কমিশন। এসব প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের প্রশিক্ষণ শুরু হবে আজ থেকে।
ফরিদগঞ্জ উপজেলায় কেন্দ্র ১১২টি ও কক্ষ ৭৭২টি। ফলে ১১২ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৫৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে ২৯ ও ৩০ ডিসেম্বর ।
কচুয়া উপজেলায় কেন্দ্র ১৩০টি ও কক্ষ ৪৪৭টি। ফলে ১৩০ জন প্রিজাইডিং অফিসার, ৪৪৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮৯৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে ১ ও ২ জানুয়ারি।
হাইমচর উপজেলায় কেন্দ্র ৪২টি ও কক্ষ ২১৩টি। ফলে ৪২ জন প্রিজাইডিং অফিসার, ২১৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪২৬ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ দেয়া হবে ২ বা ৩ জানুয়ারি ।
স্ব-স্ব উপজেলা মিলনায়তনে বা সুবিধাজনক ভেন্যুতে এ প্রশিক্ষণ হবে বলে জানানো হয়েছে। আগামি ৫ জানুয়ারি ২০২১ এ ৩ উপজেলায় মোট ২৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।