সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০

দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে হার্ডলাইনে আওয়ামী লীগ ॥ ফরিদগঞ্জে ২২ জন আজীবন বহিষ্কার
প্রবীর চক্রবর্তী ॥

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। চাঁদপুরের বিদ্রোহী প্রার্থীদের একের পর এক বহিষ্কার করা হচ্ছে। গতকাল দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ফরিদগঞ্জ উপজেলার ২২ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

গতকাল ২৫ ডিসেম্বর শনিবার রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

দল থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন : বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মজনু বেপারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুর রহমান, সদস্য শাহ আলম শেখ, হাসান আব্দুল হাই, নুরুন্নবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, সহ-সভাপতি এমরান হোসেন ভূঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নূরে আলম পাটওয়ারী, রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ কাদের খোকন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, সাবেক সদস্য জহিরুল ইমসাম এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় মনোনয়ন জমা দেয়ার সময় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সকলে মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন না এবং প্রার্থী হলে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন বলে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। তারা তারপরও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন, তাই তাদের বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়