প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, বই উৎসব না হলেও শিক্ষার্থীরা বই পাবে পহেলা জানুয়ারি। যা ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে আমরা মার্চ থেকে ক্লাস বাড়ানোর প্রস্তুতি নেবো। সেক্ষেত্রে কোথায় কতটা শিক্ষার্থী পিছিয়ে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
২৫ ডিসেম্বর শনিবার বিকেলে চাঁদপুরস্থ নিজ বাসভবনে নির্বাচনী এলাকায় শীতার্তদের মাঝে বিতরণের জন্যে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বই প্রিন্টিংয়ে কোনো ভুল হয়ে থাকলে তা দ্রুতই সংশোধন করা হবে। বই পৌঁছানো অব্যাহত রয়েছে। শিক্ষকরা নিজ নিজ স্কুলে শিক্ষার্থীর হাতে বই তুলে দিবেন। শিক্ষার্থীর পাঠদান এগিয়ে নিতে আমরা মার্চ পর্যন্ত করোনা পরিস্থিতি মনিটরিং করবো। প্রাথমিকের শিশুদের টিকার বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তিনি নিজ সংসদীয় এলাকা চাঁদপুর সদর ও হাইমচরের ২০টি ইউনিয়ন এবং চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের অসহায়, দুঃস্থ মানুষের মাঝে বিতরণের জন্যে জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের হাতে কম্বল হস্তান্তর করেন।
কম্বল হস্তান্তর প্রসঙ্গে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু বলেন, মন্ত্রী মহোদয় তাঁর নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে ২শ’ এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১শ’ করে কম্বল দিচ্ছেন। তা তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। যা চাঁদপুর পৌর আওয়ামী লীগ সদস্য সঞ্জিত পোদ্দার ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাখাওয়াত হোসেন খানের তত্ত্বাবধানে সবাইকে বুঝিয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, জেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী মাসুদা নূর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা বেগম, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হেলাল হোসাইন, পৌর আওয়ামী লীগ নেতা বাদল, রেজাউর রহমান রিজু পাটওয়ারী, বিপ্লব চক্রবর্তী, যুবলীগ নেতা আব্দুল গণি গাজী,
ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, খান জাহান আলী কালু পাটোয়ারী, নূরুল ইসলাম পাটোয়ারী, রফিক উল্লাহ পাটোয়ারী, হাজী হযরত আলী বেপারী, নাছির উদ্দিন খান, আব্দুস সাত্তার রাঢ়ী, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছিডু মিজি, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।