প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে চাঁদপুরে নানা কার্যক্রম হাতে নিয়েছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।
২৪ ডিসেম্বর শুক্রবার এক সাক্ষাৎকারে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক রসি বর্মন বলেন, বড়দিন উপলক্ষে আমাদের চাঁদপুরের মোট ৫টি ব্যাপ্টিস্ট চার্চ এবং ফরিদগঞ্জ সাহেব বাজারের ১টি ক্যাথলিক চার্চে নানা আয়োজন রয়েছে। আমাদের চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চ, গুণরাজদী টেম্পুঘাটের ব্যাপ্টিস্ট চার্চ, বহরিয়া ব্যাপ্টিস্ট চার্চ, বাগাদী পক্ষীদিয়া ব্যাপ্টিস্ট চার্চ, দক্ষিণ বালিয়া ব্যাপ্টিস্ট চার্চ এবং ফরিদগঞ্জ সাহেব বাজার ক্যাথলিক চার্চে একযোগে বড়দিনের অনুষ্ঠান পালনে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা বড়দিনের অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছি। এরমধ্যে চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চে সকাল ৯টায় ধর্মীয় উপাসনা, দুপুর ১টায় প্রীতিভোজ, সন্ধ্যা ৬টায় ক্রিসমাস ট্রি আয়োজন রয়েছে। সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা উপস্থিত থাকবেন।
জানা যায়, খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলেই তাঁর অনুসারী খ্রিস্টধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদ্যাপন করা হয়ে থাকে।
খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বিশ^াস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিলো।
চাঁদপুর শহর ঘুরে দেখা যায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান চার্চ ও খ্রিস্টান পাড়ার প্রতিটি বাড়ি নতুন আঙ্গিকে আলোকসজ্জায় সজ্জিত ও স্টার দিয়ে আলোকিত করা হয়েছে। এ সময় খ্রিস্ট ধর্মালম্বীরা বাদ্যযন্ত্র নিয়ে ধর্মীয় কীর্তন করছিলেন।