প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির অভিপ্রায়ে চাঁদপুর জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ‘বাঙালা হতে বাংলাদেশ’ শীর্ষক ৫০০তম আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হবে। দেশ একটি সম্মিলিত উচ্চারণের আয়োজনে বিকেল সাড়ে ৩টায় পাঁচদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। চাঁদপুর প্রেসক্লাব এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার এবং সহযোগিতায় রয়েছে সাহিত্য একাডেমী, চাঁদপুর।