প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব শিক্ষানুরাগী মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে। আজ সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য শোকসভায় সকলের উপস্থিতি কামনা করেছেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক অ্যাডঃ সেলিম আকবর, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন মোঃ মফিজুল ইসলাম খান সেলিম ও সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিন।