প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশব্যাপী একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সারাদেশের মানুষকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত শপথ অনুষ্ঠানে যুক্ত থাকবে চাঁদপুর। বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় ২ হাজার লোকের উপস্থিতিতে চাঁদপুরে শপথ অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রত্যেকের মাথায় ক্যাপ এবং হাতে থাকবে জাতীয় পতাকা।