প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আঃ কাদের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১৩ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ভাটিয়ালপুর পুরান বাড়ির আঃ খালেকের পুত্র আঃ কাদের মাগরিবের নামাজ পড়ে চাঁদপুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর এলাকায় ওঠামাত্র পেছন থেকে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় এবং কোমরে মারাত্মক আঘাত পান। পরে অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উত্তর ভাটিয়ালপুর জামে মসজিদের ইমাম আলমগীর হোসেন জানান, নিহত বৃদ্ধ আবদুল কাদের ভাটিয়ালপুর বাজার ব্যবসায়ী মহসিনের বাবা।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।