সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাইমচরে কোস্টগার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

মুজিব জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর সোমবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড অধীনস্থ ঢাকা জোনের উদ্যোগে হাইমচর উপজেলার লামচরী এলাকায় প্রায় ৩শ’ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও চরাঞ্চলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলও বিতরণ করা হয়েছে।

বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্টগার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেঃ কমান্ডার ইমরান জুয়েল এএমসি, মেডিকেল অফিসার লেঃ জান্নাতুল ফেরদৌস এএমসি এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেঃ মাশহাদ উদ্দিন নাহিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল ও চরাঞ্চলের কর্মহীন ও দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বিজয়ের পঞ্চাশ বছর ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ১৩ ডিসেম্বর হাইমচরের ৩শ’ জন অসহায়, গরিব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি উপকূল ও চরাঞ্চলের শীতার্ত দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়