প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূূচি গ্রহণ করেছে চাঁদপুর প্রেসক্লাব। দিবসটি উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের উদ্যানে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর বেলা ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে (তৃতীয়তলায়) আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যসহ চাঁদপুরের সর্বস্তরের সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।