সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান স্বাধীনতা যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা বেশ ক'জন শ্রেষ্ঠ বাঙালি বুদ্ধিজীবীকে পরিকল্পিতভাবে হত্যা করে। বিদেশী পর্যবেক্ষকদের মতে, স্বাধীন হলেও বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তা নিশ্চিত করতেই সেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছিলো দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের।

পাকিস্তানী হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর ও সহযোগী রাজাকার-আলবদর বাহিনীর নীলনকশা এবং সহযোগিতায় অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, লেখক, সাংবাদিকসহ বেশ ক'জন খ্যাতনামা বুদ্ধিজীবীকে একাত্তরের ১৪ ডিসেম্বর বাসা-বাড়ি থেকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে রায়েরবাজারস্থ ইটভাটার কাছে ফেলে রাখা হয়। স্বাধীনতার পর ঢাকার রায়েরবাজারস্থ ওই জায়গাটি ‘বধ্যভূমি’ হিসেবে সর্বমহলে পরিচিতি পেয়ে আসছে। আজ সেই শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের উদ্যানে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় বিজয় মেলা মঞ্চে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর মসজিদে গোর-এ-গরিবা এবং বাদ আছর কালেক্টরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় চাঁদপুরের খ্যাতিমান মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়