প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ০০:০০
‘চাঁদপুরে মাদক ভয়ানক অবস্থায় পৌঁছেছে। পাড়া-মহল্লায় মাদকের ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। মাদকের ব্যাপারে আমাদের কোনো সুপারিশ নাই। আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি। অন্য জেলার চেয়ে চাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। কারণ চাঁদপুরের আইনশৃঙ্খলা অনেক ভালো। তবে এতো ভালোও ভালো না’। কথাগুলো এভাবেই বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। গতকাল ১২ ডিসেম্বর রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথাগুলো বলেন। সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল উপস্থিত ছিলেন।