প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গণি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, বিদ্যালয়ে পাঠ্যবই পড়লেই হবে না, নৈতিক শিক্ষাও অর্জন করতে হবে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের উপর নির্ভর করে নৈতিক শিক্ষা। তিনি অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, জন্মসনদের শুরুতেই যদি আপনি মিথ্যা দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন আপনার সন্তানের ওপর মিথ্যা বলার প্রবণতা দেখা দিবে। সন্তানকে মানুষ হতে হবে। ভালো মানুষ যদি না হয়, তাহলে আপনার ও জাতির কোনো উপকারে আসবে না। নৈতিক শিক্ষার জন্যে অর্থ লাগে না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হলে ঘুষখোর ও দুর্নীতিবাজ হবে না। সেজন্যে বাবা-মাকে সচেষ্ট হতে হবে। বাবা-মার চেয়ে ভালো শিক্ষক কোথাও পাওয়া যাবে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হচ্ছে। যেটা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির অক্লান্ত পরিশ্রমে সম্ভব হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া ও অভিভাবক সদস্য জহির উদ্দিন বাবর। অভিভাবকদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন তারেক নাথ মল্লিক। ছাত্রদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন ১০ম শ্রেণীর ছাত্র প্রত্যয় ম-ল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন। স্বাগত বক্তব্য শেষে বিদ্যালয় কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাক হায়দার চৌধুরী স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সঞ্চালনায় ছিলেন ১০ম শ্রেণীর ছাত্র ইসরাত হায়দার।