সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২১, ০০:০০

বাকশিস চাঁদপুর জেলা শাখার সম্মেলনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
গোলাম মোস্তফা ॥

গতকাল ১১ ডিসেম্বর শনিবার সকালে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নূরুর রহমান মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চাঁদপুর জেলা শাখার সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষকদের বেতন গ্রেড উন্নতিকরণে কাজ করছেন। একটি সময় ছিলো শিক্ষকদের ভাতা ছিল না, বর্তমান সরকার ভাতা যোগ করছেন। আমাদের পুরো জাতিকে নিয়ে চিন্তা করতে হবে, তাই সঠিক পরিকল্পনার প্রয়োজন। আপনাদেরকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আপনারা সুষ্ঠুভাবে পাঠদানের মাধ্যমে শিক্ষায় যথার্থ অবদান রাখতে পারলে মেধাবী শিক্ষার্থী তৈরি হবে। সুষ্ঠু শিক্ষা গ্রহণের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের উন্নয়নে কাজ করবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, চলমান সমাজ ব্যবস্থায় শিক্ষার্থীদের জন্যে নৈতিক শিক্ষার খুব বেশি প্রয়োজন, যেদিকে আপনাদের নজর দিতে হবে।

তিনি আরো বলেন, আমার স্বামী একজন শিক্ষক। তাই আমি শিক্ষকদের চিন্তা-ভাবনা সম্পর্কে জানি। একজন শিক্ষক স্বামীর জন্যে গর্ববোধ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করছেন।

বাকশিস জেলা শাখার সভাপতি ও হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ড. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাফায়াৎ আহাম্মদ ভূঁইয়ার পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিস সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকশিসের সাবেক সভাপতি ও পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তারিক উল্লাহ, বর্তমান অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাকশিস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রুহুল আমিন, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও মতলব সরকারি কলেজের অধ্যাপক মোঃ মোশারেফ হোসেন, মতলব উত্তর উপজেলার সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন প্রমুখ।

ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা প্রভাষক জেসমিন আক্তার এবং ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিন উদ্দিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি ও গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক ও ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য শিক্ষকও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়