প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরে ১০ ডিসেম্বর নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮৬টি করোনার নমুনা পরীক্ষায় ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত ৩ জনই চাঁদপুর সদর উপজেলার। এ পর্যন্ত চাঁদপুরে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ১৫ হাজার ৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২শ’ ৪১ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭শ’ ৮৫ জন। চিকিৎসাধীন আছেন ৩৫ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।