প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ বছরের এক শিশু। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। তবে থানা পুলিশ অদ্যাবধি অভিযুক্তকে আটক করতে পারে নি। ঘটনাটি ওইদিন সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার চরমথুরা গ্রামে ঘটে। শিশুটি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, চরমথুরা গ্রামের ৭ বছরের শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে প্রতিদিনের মতো প্রাইভেট পড়তে যায়। এ সময় প্রাইভেট শিক্ষককে না পেয়ে ফিরে আসার সময় ওই শিক্ষকের ভাই হৃদয় (প্রকাশ বাবু) (২৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত বাবু পালিয়ে যায়। পরে শিশুটির স্বজন তাকে উদ্ধার করে অবস্থা বেগতিক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
শিশুটির মা বাদী হয়ে রাতে থানায় অভিযোগ দায়ের করলে ফরিদগঞ্জ থানা পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।