প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিজয়মেলার আজ চতুর্থদিন। ‘এসো মিলি মুক্তির মোহনায়’ এ শ্লোগানকে সামনে রেখে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ৮ ডিসেম্বর চাঁদপুর আউটার স্টেডিয়ামে বিজয়মেলার উদ্বোধন করা হয়। আজ ১১ ডিসেম্বর শনিবার বিজয়মেলা মঞ্চে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে মাটি মিউজিক ঢাকার সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে ৫টায় স্মৃতিচারণ ৭১, রাত ৮টায় জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানসমূহে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী সকলের উপস্থিতি কামনা করেছেন বিজয়মেলা কমিটির নেতৃবৃন্দ।