প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
আজ ১১ ডিসেম্বর শনিবার থেকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। জাতীয় এ কর্মসূচি সফল করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন।
ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্যে অত্যন্ত প্রয়েজনীয় একটি ভিটামিন ক্যাপসুল। এ ক্যাপসুলটি শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধসহ শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে। এমনকি রোগ প্রতিরোধসহ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৬,২৩০ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২,৮৪,৫৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।