প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চাঁদপুর-এর কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ বছর পর ক্লাবটির কার্যকরী কমিটি গঠন করা হলো। ক্লাবের সভাপতি করা হয়েছে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ আলী জিন্নাহকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সালাউদ্দিন আহমেদ শান্তকে।
বৃহস্পতিবার চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ মোঃ জাকির হোসেন খানের বাসায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের চাঁদপুর শাখার কার্যকরী কমিটি গঠনকল্পে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
ক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্নাহকে সভাপতি এবং সালাউদ্দিন আহমেদ শান্তকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী এক মাসের মধ্যে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানানো হয়।