সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

সঠিকভাবে দায়িত্ব পালন না করাও দুর্নীতি
হাজীগঞ্জ ব্যুরো ॥

সঠিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন না করাও দুর্নীতির মধ্যে পড়ে। আমরা আমাদের দায়িত্ব যেনো সঠিকভাবে পালন করি। প্রত্যেক জায়গায় দুর্নীতি করার সুযোগ রয়েছে। কিন্তু আমরা সেই সুযোগ নেবো না। সঠিকভাবে পথ চলায় এক ধরনের আত্মতৃপ্তি রয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২১ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি দমন কমিশন আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব, দুর্নীতিকে না বলি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজালাল ও অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। সংগঠনের সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি কাজী খায়রুল আলম পারভেজের সভাপ্রধানে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী বিল্লাল হোসাইন, সাংবাদিক কামরুজ্জামান টুটুল ও হাফেজ আঃ রাহিম। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষসহ সামাজিক ব্যক্তিবর্গ। উপজেলা ই-সেন্টারে আয়োজিত উক্ত সভা সঞ্চালনা করেন রহমত উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়