প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-(বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম সভাপতিত্বে উক্ত ব্রিফিং প্যারেডে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ফোর্সকে প্রত্যেকটি ইভেন্ট সম্পর্কে অর্পিত দায়িত্ব সমূহ সঠিকভাবে বুঝিয়ে দেন এবং প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে সততা ও নিষ্ঠার সাথে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।