সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

সাহসিকতার মাধ্যমে পত্রিকায় সংবাদ প্রকাশ করতে হবে
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৫ বছর পূর্তি ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাবুরহাটে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ ডিসেম্বর মঙ্গলবার চাঁদপুর সদরের বাবুরহাট হাজী মোবারক কমপ্লেক্সের ভোজন বাড়ি রেস্টুরেন্ট ও মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারে সন্ধ্যা ৭টায় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, চাঁদপুর খবর পত্রিকাটি ১৫বছর টিকে আছে-এটা অনেক গর্বের। চাঁদপুরে অনেক দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে। সব পত্রিকার মানও ভালো। এ পত্রিকা প্রকাশের পেছনে যিনি কারিগর তিনি হলেন আমাদের প্রিয় সাংবাদিক সোহেল রুশদী ভাই। আমরা ছোট শহরে থাকি, আমরা সবাই সবাইকে চিনি। পত্রিকা হচ্ছে পেশাদারিত্বের জায়গা। সমাজে কিছু অপরাধ হয়, অনেক অন্যায় হয়, সে অন্যায়-অপরাধগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরতে হবে।

তিনি বলেন, আমরা যারা সমাজে ভালো কাজ করি সেটা পত্রিকার মধ্যে সামনে এনে দেখাতে হবে এবং খারাপ কাজ করলে তাও তুলে ধরতে হবে। আপনারা নিউজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। একটু সাহসিকতার মাধ্যমে সংবাদ প্রচার করতে হবে। এভাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদের দোষত্রুটিগুলো তুলে ধরবেন। আমি এ পত্রিকার সাফল্য কামনা করছি।

পত্রিকার মফস্বল সম্পাদক এমএম কামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী ভাই আমাদের খুবই কাছের মান্ষু। আমাদের বিভিন্ন অভিযান ও কর্মসূচিগুলো পত্রিকার মাধ্যমে নিয়মিত প্রকাশ করেন। আমি এ পত্রিকার সফলতা কামনা করছি।

সভাপতির বক্তব্য সোহেল রুশদী বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকাটি সাফল্যের সাথে সাথে এগিয়ে যাচ্ছে। এর প্রধান শক্তি হচ্ছে পাঠক। চাঁদপুরে পত্রিকাটি পাঠকপ্রিয়তা পেয়েছে। আমরা সমস্যাগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা ডিজিটাল পদ্ধিতে দ্রুত সময়ের মধ্যে পত্রিকা বের করতে পারছি। চাঁদপুর মেয়র মহোদয়ের নেতৃত্বে তিনি করোনাকালে ব্যাপক কাজ করেছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ কাজ করেছে। বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করেছে। আমরা জনগণের কাছে সঠিক তথ্য দিয়েছি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান ও সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির দুলাল মাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনির গাজী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল মাল, যুবলীগের যুগ্ম সম্পাদক মাসুদ মাল, বাবুরহাট বাজরের মোহনা এন্টারপ্রাইজের মালিক জসিমউদ্দিন মাল, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ শওকত করিম, চীফ রিপোর্টার সাঈদ হোসেন অপু চৌধুরী, মহামায়া প্রতিনিধি মোঃ মাসুদ হোসেন, ম্যানেজার মানিক দাস, শাহতলী ইউপি মেম্বার সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের (শাহতলী) সভাপতি সোহেল কারীসহ অন্যরা।

আলোচনা সভার পূর্বে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে বাবুরহাট-মতলব রোডের মাথা থেকে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীসহ অন্যরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সম্পাদক এমএম কামাল ও ভোজন বাড়ি রেস্টুরেন্ট ও মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের মালিক মোঃ শামীম আহমেদ।

অনুষ্ঠানে কেক কাটেন মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, পত্রিকার সম্পাদক সোহেল রুশদীসহ অন্যরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ২০২১ খ্রিঃ চাঁদপুর খবর পত্রিকা ১৬তম বর্ষে পদাপর্ণ করবে। এ উপলক্ষে মাসব্যাপী জেলা শহর, শহরতলী ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে জন্মদিনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়