সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

আজ চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভা

আজ চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভা
স্টাফ রিপোর্টার ॥

আজ চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা-২০২১। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে দীর্ঘ ৮ বছর অতিবাহিত হবার পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম বর্ধিত সভা আজ ১১ ডিসেম্বর শনিবার বেলা ২টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রচার-প্রচারণাসহ শহরের প্রধান প্রধান সড়ক সমূহের দু’পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। বহুদিন পর জেলা যুবলীগের ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটির বর্ধিত সভার আয়োজন করায় যুবলীগের সকল পর্যায়ের নেতা- কর্মীদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বর্ধিত সভাকে ঘিরে জেলা যুবলীগের নতুন নেতৃত্ব কামনা করছেন অধিকাংশ নেতা-কর্মী।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। প্রধান বক্তা আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। বিশেষ অতিথি কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক সম্পাদক হারিস মিয়া শেখ সাগর, সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহীউদ্দীন খোকা মজুমদার, বর্ষণ ইসলাম, জাফর ইকবাল মুন্না, আব্দুল হাকিম তানভির, বাহাউদ্দিন মোল্লা বাহার, ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিজি, সুলাইমান মিয়া জীবন, কামরুল হাসান শিপন ও ইশফাক আহসান। সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া। সঞ্চালনায় থাকবেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, আবু পাটোয়ারী ও মাহফুজুর রহমান টুটুল।

জানা যায়, চাঁদপুর জেলা যুবলীগের ১০টি সাংগঠনিক ইউনিটের প্রায় একশ’র বেশি প্রতিনিধি আজকের বর্ধিত সভায় উপস্থিত থাকবেন। জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়া জানান, বর্ধিত সভার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি শান্তিপূর্ণ পরিবেশে বর্ধিত সভা সফল করার জন্যে যুবলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়