প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদরের সাপদী গ্রামে মজুমদার রাবেয়া-মতিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
সামর্থ্যবান প্রত্যেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজ আরো উন্নত হবে
জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামে মজুমদার-রাবেয়া মতিন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় ৬শ’ দুঃস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে ১০ ডিসেম্বর শুক্রবার সকালে সাপদী মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পেছনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ভালো কাজ করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে।
তিনি আরো বলেন, অনেকের ধন-সম্পদ আছে, কিন্তু মানুষের জন্যে কিছু করার মানসিকতা নেই। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’য়ের ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকিত মজুমদার বাবু’র বাড়ি সাপদী গ্রামে। প্রতিবছর এ এলাকার অসহায় মানুষের জন্যে তারা তাদের মা-বাবার নামে মজুমদার রাবেয়া-মতিন ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য-সহযোগিতা করে আসছেন। এবার শীতের শুরুতে অসহায় মানুষের হাতে শীত নিবারণের জন্য কম্বল তুলে দিয়েছেন। তাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমার পক্ষ থেকে ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আমরা যদি প্রত্যেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের এ সমাজ আরো উন্নত হবে। তাই প্রত্যেক সামর্থ্যবানের মজুমদার রাবেয়া-মতিন ফাউন্ডেশনের মত এগিয়ে আসার আহ্বান জানাই।
বালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির হোসেন বহরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপদী মহিলা মাদ্রাসার সুপার মাওলানা ফরিদ আহমেদ ও স্থানীয় আলোর একাডেমির পরিচালক পিএম আনোয়ার হোসেন বাবলু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার বহরদার, ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার, আহসান তালুকদার, মনির শেখ, শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সদস্য ছিদ্দিকুর রহমান নান্নু, ইয়াছিন পাটওয়ারী প্রমুখ।