সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০

পাঁচ ভাইয়ের মহৎ উদ্যোগ

চাঁদপুরে মৃতদের গোসলে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক গোসলখানার উদ্বোধন

চাঁদপুরে মৃতদের গোসলে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক গোসলখানার উদ্বোধন
স্টাফ রিপোর্টার ॥

মানুষ মারা গেলে তাকে গোসল দেয়া ফরজে আইন। যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে বা গোসল করানোর ব্যবস্থা করবে তার জন্যে রয়েছে অনেক ছাওয়াব। আল্লাহর সন্তুষ্টির জন্যে চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদে এলাকার মৃত মুসলমানের দাফন-কাফনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এবং শীতাতপ নিয়ন্ত্রিত একটি গোসলখানা নির্মাণ করে দিয়েছেন স্থানীয় সিকদার পরিবারের ৫ ভাই।

এ মসজিদের আশপাশ পৌর ৭নং ওয়ার্ডের ঘনবসতি এলাকা। তাই সদকায়ে জারিয়া হিসেবে মৃত ব্যক্তির গোসলের জন্যে ব্যক্তি উদ্যোগে এই মহৎ কাজটি করে দেন ৫ ভাই যথাক্রমে মনির হোসেন সিকদার, শাহাদাত হোসেন সিকদার, মোশারফ হোসেন শিকদার, মোবারক হোসেন সিকদার ও রাইছ হোসেন সিকদার।

গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার বাদ আছর মৃত ব্যক্তিদের জন্যে নির্মিত গোসলখানাটি উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পৌর মেয়র গোসলখানা উদ্বোধন করেন।

এ সময় মেয়র বলেন, এলাকার মৃত ব্যক্তিদের দাফন-কাফনে তাদের গোসলের জন্যে চমৎকার একটি গোসল খানা নির্মাণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। যারা এটি করে দিয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাই। যারা নিজেদের ব্যক্তিগত অর্থ খরচ করে মৃত মানুষের জন্যে এই কাজটি করেছেন, নিশ্চয়ই তারা মহান আল্লাহপাকের তরফ থেকে অনেক নেকী পাবেন। এমন একটি ভালো কাজে উপস্থিত থাকতে পেরে আমার নিজের কাছেও ভালো লাগছে।

পৌর মেয়র বলেন, মসজিদ কমিটির পক্ষ থেকে এখানকার পয়ঃনিষ্কাশন, রাস্তা নির্মাণসহ আলোকসজ্জার জন্য যে দাবিগুলো করা হয়েছে, চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে অচিরেই সেগুলো করে দেয়া হবে।

এ উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোঃ শহিদুল্লাহ।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, স্থানীয় কাউন্সিলর শফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, রেলওয়ে শ্রমিক কলোনী জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলী আহমদ সরকার, সেক্রেটারী জয়নাল সরদার, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, আলহাজ্ব মোঃ নূরুল আলম লালু (স্বত্বাধিকারী এলিট চাইনিজ রেস্টুরেন্ট), মোঃ নূরুল কোরবান (পরিচালক ফোর স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট), ব্যবসায়ী মোঃ মোফাজ্জল হোসেন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক মামুন জমাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়