প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২১, ০০:০০
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
‘নেতা হলেই হবে না, নেতাকে জনগণের কাছে যেতে হবে। আমাদের রাজনৈতিক অবকাঠামো মানসম্মতভাবে গঠিত হওয়া দরকার। জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত সুন্দর রাজনৈতিক অবকাঠামো তৈরি করতে হবে। দেশের উন্নয়ন ও সাম্প্রদায়িক চেতনার শান্তি বজায় রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে।’
|আরো খবর
গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমি কাজ পছন্দ করি। কাজের মানের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল। আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুস হোসেন বিশ^াস, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ও উপজেলা প্রকৌশলী জাকির মজুমদার। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়াসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৮ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ৪২৩ টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মাণ করা হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ শেষ হবে।