প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তি উপজেলার দশটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাগণ নিজ নিজ ইউনিয়নের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ডাক-ডোল পিটিয়ে মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন প্রার্থীগণ। চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে ইউপি সদস্য পদের প্রার্থীগণও উপজেলা পরিষদ চত্বর মুখরিত করে তোলেন। পর্যায়ক্রমে পছন্দের প্রতীক পাওয়ার পর নৌকা, আনারস, চশমা, ফুটবল ও মোরগ স্লোগানে মুখরিত হয়ে উঠে উপজেলা চত্বরের পরিবেশ। করোনার ভয় জয় করে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে মিছিল দিতে বাদ যায়নি কেউ। অনেকদিন পর জনগণের সরব উপস্থিতিতে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে বলে অনেকেই মনে করছেন।
এবারের নির্বাচনে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে ৫৫ প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ইউনিয়নে নৌকা ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী রয়েছে। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হতে হলে কঠিন বাধা আতিক্রম করতে হবে। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৯৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহের দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহের উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়শ্রী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৩৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। টামটা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। টামটা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিতোষী পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন ও সাধারণ সদস্য পদে ৩৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চিতোষী পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূচিপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও সাধারণ সদস্য পদে ৪৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৫০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৬ ডিসেম্বর এ সকল উনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।