প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
দীর্ঘদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দলের নেতাদের এক অনুষ্ঠানে এক মঞ্চে দেখতে পায় নি দেশের জনগণ। আর ক্ষমতাসীন দল এবং বিপরীত মেরুর রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এর চিন্তাও করা যায় না। রাজনৈতিক দলগুলোর মাঝে এমন বাস্তবতায় তাদের মাঝে সহাবস্থান সৃষ্টির ক্ষেত্র তৈরি করে দিলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোর এক ব্যতিক্রম আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের এক মঞ্চে এবং এক অনুষ্ঠানে দেখা গেলো। আর যে দাবিটি ছিলো, সেটাও ছিল এক ও অভিন্ন। দাবিটির সাথে কোনো রাজনৈতিক মতানৈক্য দেখা গেলো না। আর দাবিটি জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় এখানে রাজনৈতিক ঐকমত্যও দেখা গেলো। গতকাল মঙ্গলবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ইয়াং লিডার ১৮তম ফেলো চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ বাহার, জাতীয় ছাত্র সমাজের চাঁদপুর জেলা আহ্বায়ক মোঃ শরিফ হোসেন পাটওয়ারী ও চাঁদপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুদ উল আলম রনি ছিলেন এই সংবাদ সম্মেলনের সঞ্চালক। সংবাদ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলো চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটস্থ ডিসি অফিস ও জেলা আদালতের সামনের সড়কের উপর ফুট ওভার ব্রিজ নির্মাণ করা। এই দাবির আলোকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাজনৈতিক ফেলো মোঃ ফয়সাল আহমেদ বাহার। লিখিত বক্তব্যে উপস্থাপন করা হয়, চাঁদপুর শহরের খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় এবং আদালত এলাকা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের বিচরণ থাকে, তারা রাস্তা পারাপার হয়। এর বেশিরভাগ মানুষই গ্রাম থেকে আসা। এখানে প্রচ- যানজটেরও সৃষ্টি হয়। মানুষ রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপায় মানুষ মারাও গেছে। তাই এখানে একটি ফুট ওভার ব্রিজ খুবই প্রয়োজন। জনস্বার্থ সংশ্লিষ্ট এ বিষয়টির জন্যে পদক্ষেপ নিতে সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে জেলা প্রশাসক এবং পৌর মেয়রের কাছে স্মারকলিপিও দেয়া হয়েছে। লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, ফুট ওভার ব্রিজ করার দাবিটি হচ্ছে দীর্ঘমেয়াদী সুপারিশ। আর স্বল্পমেয়াদী সুপারিশ হচ্ছে- জেব্রাক্রসিং পুনরায় রং করা, গতিরোধক পুনঃসংস্কার করা এবং ট্রাফিক পুলিশের মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণ করা।
লিখিত বক্তব্য উপস্থাপনের পর বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিমউল্লাহ সেলিম, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাসের বাচ্চু পাটওয়ারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, এএইচএম আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলম পলাশ, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী প্রমুখ। বক্তারা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং জনস্বার্থ সংশ্লিষ্ট কমন যে কোনো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন সহাবস্থানের পরিবেশ তৈরি করতে ভবিষ্যতে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান।