প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। আগামী ৫ জানুয়ারি এ দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নির্ধারিত দুটি ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়নপ্রাপ্তরা হলেন : ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদে হাইমচর উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান পাটোয়ারী ও ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদে সালাউদ্দিন সরদার ।
আগামী ৫ জানুয়ারি হাইমচর উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো : ২নং আলগী দুর্গাপুর উত্তর, ৩নং আলগী দুর্গাপুর (দঃ), ৪নং নীলকমল ও ৫নং হাইমচর ইউনিয়ন। এর আগে অন্য দুটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।