প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
আগামী ৫ জানুয়ারি কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ৫ ডিসেম্বর রোববার অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। এ সভায় চাঁদপুরের কচুয়া, হাইমচর ও ফরিদগঞ্জসহ ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠিতব্য দেশের বিভিন্ন উপজেলার ইউপি নির্বাচনের জন্যে প্রার্থী চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলের সভাপতি শেখ হাসিনা। এ সভার পর দল মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কচুয়ার ১২টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন : ১নং সাচার ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, ২নং পাথৈর ইউনিয়নে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক কামাল পারভেজ মিয়াজী, ৩নং বিতারা ইউনিয়নে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাজু, ৪নং পালাখাল মডেল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহাদ গাজী, ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, ৬নং কচুয়া উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী আজগর প্রধান, ৮নং কাদলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, ৯নং কড়ইয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম সওদাগর, ১০নং গোহট উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ কবির হোসেন, ১১নং গোহট দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন ও ১২নং আশ্রাফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওমর ফারুক শামিম।