সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

চমক ও তারুণ্যে ভরা ফরিদগঞ্জে নৌকার মাঝির মনোনয়ন
প্রবীর চক্রবর্তী ॥

রোববার সন্ধ্যা পর্যন্ত যারা আশার দোলাচলে অপেক্ষার প্রহর গুণছিলেন, বিভিন্ন স্থানে তদবির করে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছিলেন, তাদের সকল জল্পনা কল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত তথা নৌকার মাঝির সন্ধান পাওয়া গেল।

রোববার ৫ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই দলের ওয়েব সাইটে তালিকা প্রকাশিত হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা অধিকাংশই ওই ইউনিয়ন গুলোর নৌকার কা-ারী হলেন। এছাড়া অন্যরা বর্তমান চেয়ারম্যান।

দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন : বালিথুবা পশ্চিম ইউনিয়নে যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ বাহা উদ্দিন, বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জিএম হাসান তাবাচ্ছুম, সুবিদপুর পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও পীরের বংশধর মাওঃ শারাফত উল্ল্যা, সুবিদপুর পশ্চিম ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ হোসাইন, গুপ্টি পূর্ব ইউনিয়নে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আব্দুল গণি বাবুল পাটওয়ারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, পাইকপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান খাজা আহমেদ ভূঁইয়ার ছেলে যুবলীগ নেতা আলা উদ্দিন আহমেদ, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে যুবলীগ নেতা মাহমুদুল হাসান মিরাজ, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে যুবলীগ নেতা মোরশেদ আলম মুরাদ, রূপসা উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ হোসেন।

দলীয় মনোনয়ন প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বালিথুবা পূর্ব ইউনিয়নের জিএম হাসান তাবাচ্ছুৃম বলেন, আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি আমাদের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের গতি অব্যাহত রাখতে আমাকে যেই ভার দিয়েছেন, আমি নির্বাচনে বিজয়ী হয়ে নৌকা উপহার দিয়ে তার প্রতিদান দেব।

আরেক মনোনয়ন প্রাপ্ত গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী সকলের কাছে দোয়া চেয়ে বলেন, গত ৫ বছর যেভাবে ইউনিয়নবাসীর সেবা করেছি, আগামীতে তা যেন অব্যাহত রাখতে পারি সে চেষ্টা করবো।

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের মনোয়নন প্রাপ্ত যুবলীগ নেতা আলাউদ্দিন আহমেদ বলেন, পিতার ঐতিহ্য ধরে রেখে মুহম্মদ শফিকুর রহমান এমপির উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে দলীয় মনোনয়ন পেয়ে আমি আনন্দিত। আশা করছি সকলের আশা পূরণ করতে সক্ষম হবো।

রূপসা উত্তর ইউনিয়নে মনোনয়ন প্রাপ্ত ওমর ফারুক ফারুকী বলেন, দল আমার প্রতি আস্থা রেখেছে। আশা করছি সকলে মিলে ইউনিয়নবাসীর উন্নয়ন করতে সক্ষম হবো।

সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনোনয়ন প্রাপ্ত বর্তমান চেয়ারম্যান মাওঃ শারাফত উল্লাহ বলেন, দল দ্বিতীয়বারের মতো আমার প্রতি আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। আশা করছি, ৫ জানুয়ারি সকলে মিলে নৌকার বিজয় নিশ্চিত করবো।

এদিকে গত অক্টোবর মাস থেকে ফরিদগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে শুরু হয় আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভা। পরে বর্ধিত সভা থেকে প্রাপ্ত দলীয় প্রার্থী তালিকা ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ কেন্দ্রে প্রেরণ করে। এর বাইরে বর্তমান সংসদ সদস্য নিজে আলাদা তালিকা জেলা ও কেন্দ্রে জমা দেন। গত এক সপ্তাহ ধরে এসব তালিকা নিয়ে আলোচনা সমালোচনা হয়। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর স্বাক্ষর জালিয়াতি করে প্রার্থী তালিকা পরিবর্তন বিষয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের অনুষ্ঠানে বর্তমান সংসদ সদস্য ইউপি নির্বাচন নিয়ে খেলা হবে বলে যেই ঘোষণা দিয়েছিলেন, তার সফল বাস্তবায়ন করলেন তিনি। ফলে তাঁর অনুসারী নেতা-কর্মীরা এখন খুশির জোয়ারে ভাসছেন। উপজেলা পরিষদ নির্বাচন, পৌর নির্বাচনের ধাক্কা সামলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় পুরোটাই নিজেদের অনুকূলে নিতে সমর্থ হলেন সংসদ সদস্য-এমনটাই মনে করছেন তার অনুসারীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়