প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০০:০০
ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র প্রভাবে দুদিন ধরে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সোমবার চাঁদপুরবাসীর ঘুম ভেঙ্গেছে বৃষ্টির শব্দে। টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে, সড়কে জমেছে পানি। ভোগান্তিতে পড়েছে নি¤œ আয়ের শ্রমজীবীসহ কর্মজীবী মানুষ।
গত তিনদিনেও এ জনপদে দেখা মেলেনি সূর্যের। এর ফলে বয়ে চলা হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। স্বাভাবিক কর্মে স্থবিরতা নেমে আসে শহর থেকে গ্রামীণ জনপদে। ব্যবসা প্রতিষ্ঠানেও পড়েছে এর প্রভাব।
নি¤œচাপের প্রভাবে হঠাৎ করেই টানা বৃষ্টির প্রভাব পড়েছে কৃষিতে। অনেক কৃষকের পাকা আমন ধান ক্ষেতেই নষ্ট হওয়ার এবং চাষকৃত রবিশস্য ও মৌসুমি সবজি ক্ষতিগ্রস্ত শঙ্কা দেখা দিয়েছে।
রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি (৭৬ মি. মি.) বৃষ্টি হয়েছে ফরিদপুরে। এ সময়ে ঢাকায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় 'জাওয়াদ' আর নেই। এটি অনেক আগেই দুর্বল হয়ে গভীর নি¤œচাপের পর নি¤œচাপে পরিণত হয়েছে। এখন দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি এখনও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি এখনও স্থলভাগে ওঠেনি।
তিনি আরও বলেন, আজ মঙ্গলবার থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত সোমবার রাতের দিকে কিংবা আজ (মঙ্গলবার) সকালের দিকে প্রত্যাহার হতে পারে।
এদিকে, দেশের বিভিন্ন জায়গার ন্যায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্টি হওয়া নি¤œচাপে চাঁদপুরে রোববার হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সোমবার ভোররাত থেকে চাঁদপুরের বিস্তীর্ণ জনপদ জুড়ে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। দুপুরের পর বৃষ্টি কিছুটা কমে আসে। তবে বাতাসের চাপ বাড়ায় মেঘনা নদী কিছুটা উত্তাল হয়ে আছে। নদীর পানি বাড়েনি।