প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করলো উপজেলা আওয়ামী লীগ
বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা, কেককাটা ও মিলাদ-দোয়া অনুষ্ঠিত হয়।
|আরো খবর
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার ও শহিদ উল্যাহ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন শিকদার, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা রাধেশ্যাম সাহা চান্দু, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, বাগানবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ওমর আলী, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার, উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, উপজেলা মহিলা আয়ামী লীগ নেত্রী লাভলী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ, দোয়া, কেককাটা ও দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে।