মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২২:২৩

চাঁদপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিভাগীয় সভা

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম

অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন  দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ইউকেএডি)-এর আয়োজনে নারীর রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতি ও নারীর ক্ষমতায়নে বিভাগীয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম এবং সভাপতির বক্তব্য রাখছেন মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী

চাঁদপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ইউকেএডি) আয়োজনে নারী রাজনৈতিক নেতৃত্বের অগ্রগতি ও ক্ষমতায়নে বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর জেলা বিএনপির কমিটিতে ১৫জন নারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত পিপি, জিপি, স্পেশাল পিপি, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল- বিএনপি গঠনের সাথে সাথে মহিলা দল গঠন করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। নারীদের রাজনৈতিক সম্পৃক্ততাকে উৎসাহিত করতে এবং রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে হলে নারীদের অগ্রাধিকার দিতে হবে।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের যুগ্ম সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও স্পেশাল পিপি (নারী ও শিশু আদালত) অ্যাড. শিরীন সুলতানা মুক্তা, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর রশিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের অর্থ সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের নেত্রী নাদিয়া সুলতানা সেতু, ফারজানা রোজী, অ্যাড. সুপ্তা, তানিয়া ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়