বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩১

মনোয়ারা রশিদ মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ফরিদগঞ্জ ব্যুরো
মনোয়ারা রশিদ মাদ্রাসায়  কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কৃতী মেধাবী শিক্ষার্থীদের ফরিদগঞ্জে সংবর্ধনা প্রদান ও নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালি মনোয়ারা রশিদ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিআইপি জালাল আহমেদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। প্রবীণ শিক্ষক সুলতান আহমেদের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী এফ এ মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, মাদ্রাসার পরিচালক মনিরুল হক ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাও. সুলতান মাহমুদ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধিত করার মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করা একটি মহৎ কাজ। এই কাজটি করার উদ্যোগ গ্রহণ করায় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এর পিছনে থাকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিআইপি জালাল আহমেদ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের মনে রাখতে হবে, শিশুরা মাদ্রাসা বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৪/৫ ঘন্টা ব্যয় করে। বাকি সময়টুকু বাড়িতে মায়ের সান্নিধ্যে থাকে। মায়েরা যদি তাদের সন্তানের লেখাপড়ার প্রতি মনোযোগী হয়, তবে মেধাবীদের পিছিয়ে পড়ার সুযোগ নেই। আর একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো, শিশুদের কাছ থেকে মুঠোফোন দূরে রাখা ও তাদের ফোন আসক্তি থেকে মুক্ত রাখা। কারণ বর্তমানে এটি একটি ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের প্রতিটি ঘরেই এ সমস্যা বিদ্যমান। আলোচনা শেষে জেলা ও উপজেলা পর্যায়ে 'এ' প্লাস প্রাপ্ত মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়